ববির উপাচার্য অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণে একদফা দাবিতে আড়াই ঘণ্টা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
সোমবার (৫ মে) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে তারা। এরপর শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে।
এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বিরুদ্ধে ফ্যাসিস্ট শিক্ষকদের পুনর্বাসন, শিক্ষার্থীদের ২২টি দাবি বাস্তবায়ন না হওয়া, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দেয়ায় উপাচার্যের অপসারণ দাবি করেন। অপসারণ না হলে বিশ্ববিদ্যালয়সহ দক্ষিণাঞ্চল অচল করে দেয়ার হুশিয়ারী দেন শিক্ষার্থীরা। এছাড়া ক্যান্সার আক্রান্ত ববি শিক্ষার্থী জেবুন্নেছা হক জিমি উপাচার্যের কাছে সহায়তা চেয়েও না পেয়ে বিনাচিকিৎসা মৃত্যুর ঘটনাকে অমানবিক বলে আখ্যা দেন তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ববি ছাত্রদল নেতা ইনজাম শাওন, ববি ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক আবদুর রহিম, ছাত্রশিবির নেতা মোকাবেল শেখ প্রমুখ।
শিক্ষার্থীরা বলেন, ৬ মাস আগে বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা নিয়ে উপাচার্যের কাছে ২২ দফা দাবি দিয়েছিলাম। তা এখনও বাস্তবায়ন হয়নি। উল্টো আওয়ামী ফ্যাসিস্টদের দোসরদের পুনর্বাসন করছেন উপাচার্য। জুলাই আন্দোলনে হামলাকারী শিক্ষার্থীদের অন্যতম শাহরিয়ার শানকে ছাত্রলীগ দরজা ভেঙে নিয়ে যাওয়ার ঘটনায় কোন মামলা হয়নি। অথচ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন দমাতে উপাচার্য একের এক মামলা-সাধারণ ডায়েরী করেই যাচ্ছেন। যা স্বৈরাচারী মনোভাবের প্রকাশ। তাই তাকে অপসারণ করে শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগের দাবি জানান শিক্ষার্থীরা।
গত প্রায় ১৫ দিন ধরে চলা এ আন্দোলন রোববার থেকে এক দফার আন্দোলনে রূপ নেয়। এতে ববি সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সংহতি প্রকাশ করেছে।
Post Comment