Loading Now

ববির বাজেট বৃদ্ধির দাবিতে ছাত্র কাউন্সিলের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষা ও গবেষণাসহ সকল খাতে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের দাবিতে ‘সমাবেশ ও স্মারকলিপি পেশ’ কর্মসূচি পালন করেছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (২ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিক্ষা, গগণতন্ত্র ও প্রগতির মূল মন্ত্রকে সামনে রেখে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ববি শাখার সংগঠক মৃত্যুঞ্জয় রায়ের সঞ্চলনায় বক্তব্য প্রদান করেন ভূমিকা সরকার, আব্দুর রহমান, শওকত ওসমান স্বাক্ষর , এডিসন, রিদওয়ানুল ইসলাম জারিফ প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন, দক্ষিণাঞ্চলের একমাত্র পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটি টেকসই, গবেষণানির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে হলে সুপরিকল্পিত ও সম্প্রসারিত বাজেট কাঠামো জরুরি।

সমাবেশে ভূমিকা সরকার বলেন, মানুষের মূখ্য লক্ষ্য হল সৃষ্টিশীলতা, এই সৃষ্টিশীলতাকে পরিপূর্ণতা দেয় জ্ঞান আর এই জ্ঞানের চর্চা হয় বিশ্ববিদ্যালয়ে।

কিন্তু সরকার কতৃক বিশ্ববিদ্যালয় গুলোতে বরাদ্দ খুবই নগন্য তাছাড়া গবেষণাখাতে বরাদ্দ আরও নগন্য। শিক্ষাখাতে যদি বরাদ্দবৃদ্ধি না করা যায় তবে গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন মানবিক মানুষ গঠন করা সম্ভাব হবে না। তাই অতিদ্রুত এই বাজেট সম্প্রসারণের দাবি জানাই।

আব্দুর রহমান বলেন, বাজট কম হওয়ার কারণে হলের ডাইনিং গুলোতে ভর্তুকি নেই, মেডিকেলে পর্যাপ্ত ভর্তুকি নেই যার কারণে শিক্ষার্থীরা নানা সমস্যার সম্মুখীন হয়। ফলে আমরা এই বাজেট বাতিল করে নতুন বাজেট পেশ করার দাবি জনাই।

সওকত ওসমান স্বাক্ষর বলেন, শিক্ষার মতো মৌলিক অধিকারকে পণ্য হিসেবে দেখার যে রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি, এই বাজেট তাতে নতুন করে সিলমোহর দিয়েছে। শিক্ষা খাতের বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণের নীতি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে এই বাজেটে।

সমাবেশ শেষে বক্তরা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের মাধ্যমে দিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(UGC) বরাবর বাজেট সম্প্রসারণের জন্য স্মারকলিপি পেশ করেন।

উল্লেখ্য গত ২৮ জুন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ববির জন্য ৬৪কোটি ৩৪ লক্ষ টাকার বাজেট পাশ করেন। তারই প্রতিবাদে গত ৩০ জুন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল নিজেদের ফেসবুক পেজে বাজেট প্রত্যাখ্যান করে বরাদ্দের দাবিতে প্রেজ রিলিজ দেয়।

Post Comment

YOU MAY HAVE MISSED