ববি: উপাচার্যের বাসভবনের মূল ফটকে তালা, বিদ্যুৎ–বিচ্ছিন্নের হুঁশিয়ারি
অনলাইন ডেক্স ।।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণে একদফা দাবিতে এবার তার বাসভবনের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার (৭ মে) দুপুর দুটার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেন। এর আগে বেলা সাড়ে ১২টা থেকে ববির গ্রাউন্ডফ্লোরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। কর্মসূচিতে বিভিন্ন প্রতিবাদী গানের পাশাপাশি উপাচার্য বিরোধী বক্তব্য ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
অপসারণ না হলে উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ রাজধানীর সঙ্গে পুরো দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুশিয়ারি দেন আন্দোলনকারীরা। এর আগে উপাচার্যের অপসারণের দাবিতে মঙ্গলবার ববির প্রশাসনিক দপ্তরগুলোতে তালা ঝুলিয়েছে আন্দোলনরতরা।
আন্দোলনরত শিক্ষার্থী মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সুজয় শুভ বলেন, শিক্ষার্থীদের ২২ দফা দাবি পূরণে ব্যর্থতা, চিকিৎসার অভাবে মারা যাওয়া শিক্ষার্থীকে অর্থ সহায়তা না দেওয়া, ক্যাম্পাসে ফ্যাসিবাদের দোসরদের লালন, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা এবং বিভিন্ন উন্নয়ন খাতে দুর্নীতির অভিযোগে উপাচার্যের অপসারণের দাবি জানাচ্ছি।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আজমাইন শুভ বলেন, স্বৈরাচারের দোসর অদক্ষ এ উপাচার্য অতীতে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই দাবিগুলো আজও পূরণ না হওয়ায় ববির কোনো পরিবর্তন হয়নি। নানান সংকটের কারণে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পাচ্ছে না। সেদিকে উপাচার্যের নজর নেই। উল্টো তিনি স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন করে যাচ্ছেন। তাই তাকে অপসারণ করে শিক্ষার্থী বান্ধব উপাচার্য দেওয়ার দাবি জানাচ্ছি। নয়তো তিনি দ্রুত পদত্যাগপত্র জমা দিয়ে চলে যাবেন। তা না করলে কঠোর কর্মসূচি দিয়ে পদত্যাগে বাধ্য করা হবে।
এর আগে ৪ দফা দাবি আদায়ে গত ১৫ দিনেরও বেশি সময় ধরে এ আন্দোলন চলছে। দাবি আদায় না হওয়ায় সোমবার থেকে শিক্ষার্থীরা উপাচার্যের অপসারণের একদফা দাবিতে আন্দোলনে নামে।
Post Comment