Loading Now

বরগুনায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

বরগুনা প্রতিনিধি ।।

বরগুনায় ১ হাজার ১৫০ পিস ইয়াবাসহ জুয়েল মৃধা (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১১ অক্টোবর)ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি বরগুনা সদর উপজেলার লতাবাড়িয়া গ্রামের সুলতান মৃধার ছেলে। তাঁর বিরুদ্ধে এরআগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুটি মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. ইকরাম হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, এক হাজার পিস ইয়াবার চালান নিয়ে বাড়িতে যাচ্ছে জুয়েল নামের এক ব্যক্তি। ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১ হাজার ১৫০ পিস ইয়াবাসহ জুয়েল মৃধাকে তার বসতঘর থেকে গ্রেপ্তার করে।’

গ্রেপ্তারকৃত জুয়েলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

Post Comment

YOU MAY HAVE MISSED