বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত কিশোরের মৃত্যু
বরগুনা প্রতিনিধি ।।
বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. হাসিব খান (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কামাল খানের ছেলে।
বুধবার (১০ জুলাই) দুপুরে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩ জন।
হাসিবের বাবা কামাল খান জানান, গত ৪ জুলাই হাসিবের ডেঙ্গু ধরা পড়ে। আমরা তাকে হাসপাতালে ভর্তি করতে চাইলেও সে বাধা দেয়। এমনকি সে বলেছিল যে হাসপাতালে ভর্তি করালে আত্মহত্যা করবে। বিষয়টি আমাদের জন্য ভীষণ দুঃখজনক ছিল। তাই বাধ্য হয়ে তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দিই। পরে বুধবার সকালে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু শেষরক্ষা হয়নি।
হাসিবের এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কিশোর বয়সেই এ ধরনের মানসিক চাপ, চিকিৎসা থেকে দূরে সরে যাওয়া এবং শেষ পর্যন্ত প্রাণ হারানো! এসব বিষয় জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে।
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফত্তাহ্ বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। আমাদের প্রত্যেকের উচিত, শিশু ও কিশোরদের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করা। বিশেষ করে অসুস্থ অবস্থায় তাদের ভয়, অস্বস্তি কিংবা আতঙ্ক থাকতেই পারে। তাই পরিবার ও সমাজের উচিত তাদের প্রতি বেশি মনোযোগী হওয়া।
তিনি আরও বলেন, আমরা স্বাস্থ্য বিভাগ থেকে প্রতিটি উপজেলায় ডেঙ্গু সচেতনতামূলক প্রচার চালাচ্ছি। ডেঙ্গু প্রতিরোধে সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ এবং হাসপাতালে ভর্তি হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যাশা করি যে ভবিষ্যতে যেন আর কেউ চিকিৎসা না পেয়ে বা ভয়ে সরে গিয়ে এ ধরনের করুণ মৃত্যুর শিকার না হয়।
Post Comment