Loading Now

বরগুনায় দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত: সড়ক অবরোধ করে বিক্ষোভ

 

 

বরগুনা প্রতিনিধি ।।

বরগুনার বামনা উপজেলার বামনা পাথরঘাটা সড়কের জাফ্রাখালী ব্রীজে অবৈধ টাফি(ছয় চাক্কা) পিষ্টে শিক্ষাথী নিহত। টাফি (ছয় চাক্কা) চালক মোঃ হাসান মোল্লা (৩৫) কে জনতা ও শিক্ষার্থী আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে।

নিহত শিক্ষার্থী আজমেরী আক্তার মীম (১৩) জাফ্রাখালি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। উপজেলার জয়নগর গ্রামের আঃ হালিমের কন্যা। ঘটনা সূত্রে জানাযায় আজ বৃহস্পতিবার দুপুরে ঐ শিক্ষার্থী বিদ্যালয় থেকে পরীক্ষা শেষে বাড়ী ফিরছিল তখন অবৈধ যান টাফি(ছয় চাক্কা) বামনা থেকে চাল বোঝাই করে ডৌয়াতলা যাচ্ছিল।

 

জাফ্রাখালী ব্রীজে পৌছে ঐ শিক্ষার্থীকে চাপা দিলে। ঘটনা স্থলেই শিক্ষাথী মারা যায়। খবর পেয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকার লোকজন ঘাতক চালককে আটক করে এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।

ঘাতক ড্রাইভার হাসান মোল্লা উপজেলার তুলাতলা গ্রামের মতি মোল্লার ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার, নৌবাহিনী টিম পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশীদ জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্তনে আনি এবং ঘাতক ড্রাইভারকে আটক করি। তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হচ্ছে।

Post Comment

YOU MAY HAVE MISSED