বরগুনায় পরিত্যক্ত ভবন মিলল অজ্ঞাত যুবকের মরদেহ
বরগুনা প্রতিনিধি ।।
বরগুনার পাথরঘাটা উপজেলায় পরিত্যক্ত একটি আদালত ভবন থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে পাথরঘাটা পৌরসভার মধ্যে অবস্থিত পরিত্যক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কে. এম. স্কুলের দুই শিক্ষার্থী খেলাধুলা করতে গিয়ে আদালত ভবনের ভিতরে প্রবেশ করে। ভবনের কেঁচি গেটে তালা লাগানো থাকলেও নিচে একটি ফাঁকা জায়গা থাকায় সেখান দিয়ে ছোটরা সহজেই ভেতরে ঢুকতে পারে। ভবনের সিঁড়িতে ফুলে যাওয়া ও বিকৃত একটি মরদেহ দেখতে পেয়ে তারা ভয়ে ফিরে আসে এবং বিষয়টি অন্য শিক্ষার্থীদের জানায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, মৃত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে ছিল কালো জিন্সের প্যান্ট ও সবুজ রঙের একটি টি-শার্ট। মরদেহটি ছিল মারাত্মকভাবে বিকৃত ও পচে গলে যাওয়া অবস্থায়। ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগেই তার মৃত্যু হয়েছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “মৃত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পাথরঘাটা থানায় এ সংক্রান্ত কোনো নিখোঁজ ডায়েরিও (মিসিং ডায়রি) নেই। পরিচয় শনাক্তের জন্য আমরা বিভিন্নভাবে তদন্ত করছি। যদি শনাক্ত না করা যায়, তবে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা মরদেহের পরিচয় জানার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন।
Post Comment