বরগুনায় প্রস্তাবিত দুই সাইক্লোন শেল্টার পরিদর্শনে দুর্যোগ উপদেষ্টা
বরগুনা প্রতিনিধি ।।
বরগুনার আমতলীতে প্রস্তাবিত দুই সাইক্লোন শেল্টার সরেজমিন পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, বীর প্রতীক।
শনিবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১১টায় উপদেষ্টা ফারুক-ই-আজম কুকুয়া ইউনিয়নের চুনাখালী মাধ্যমিক বিদ্যালয় এবং হলদিয়া ইউনিয়নের চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ে প্রস্তাবিত সাইক্লোন শেল্টার দু’টি পরিদর্শন করেন। তিনি সাইটগুলোতে সম্ভাব্যতা এবং কার্যকারিতা নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, মহা পরিচালক রেজানুর রহমান, বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান এবং আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত) আল মাসুম।
উপদেষ্টা ফারুক-ই-আজম পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনা করেন এবং সাইক্লোন শেল্টার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন।
Post Comment