Loading Now

বরগুনায় বিকাশ প্রতারক চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি ।।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের যৌথ অভিযানে বিকাশ প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে বরগুনার আমতলী উপজেলার উত্তর টিয়াখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো: সুজন (পিতা-নাসির উদ্দিন হাওলাদার), সাং-দেবপুর, কলাপাড়া, পটুয়াখালী; আব্দুর রহমান (২৫), পিতা-মো. দেলোয়ার মুন্সী; ও তার স্ত্রী সুমি (২২), সাং-উত্তর টিয়াখালী, আমতলী, বরগুনা।
জানা গেছে, গত এক মাস ধরে বরগুনার বিভিন্ন থানায় সাধারণ মানুষ বিকাশ প্রতারণার শিকার হচ্ছিলেন।

বিষয়টি নিয়ে অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার নির্দেশে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য-উপাত্ত সংগ্রহ ও পর্যবেক্ষণ শুরু করে। অবশেষে প্রযুক্তি ব্যবহার করে চক্রটিকে শনাক্ত করে ডিবি ও সাইবার টিমের যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে অসুস্থ আত্মীয় বা জরুরি পারিবারিক সমস্যার কথা বলে মানুষের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছিল। তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আমতলী থানায় মামলা নং-০৭, তারিখ ০৫/১০/২০২৫, ধারা ৪০৬/৪২০ দণ্ডবিধিতে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী রাকিবুল খানের কাছ থেকে প্রতারক চক্রটি ২১ সেপ্টেম্বর তারিখে বিভিন্ন সময়ে ৩৮ হাজার টাকা হাতিয়ে নেয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা প্রতারণা চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে বরগুনা ও অন্যান্য জেলায় একাধিক মামলা রয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED