বরগুনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী
বরগুনা প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিক মাসুম বিল্লাহ নামের এক প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী অনশনে বসেছেন। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা থেকে উপজেলার সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে প্রেমিক মাসুম বিল্লাহর বাড়িতে অনশন শুরু করেন এই নারী।
প্রেমিক মাসুম বিল্লাহ সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে। ঘটনার পর তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ১০ বছর আগে তার স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেছেন এবং এরপর বাবার বাড়িতে বসবাস শুরু করেন। কিছুদিন আগে মানিক ঝুড়ি বাজারে ছোট একটি চায়ের দোকান দিয়ে সংসার চালাতে শুরু করেন তিনি। মাসুম বিল্লাহ তার দোকানে আসতেন এবং এখান থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
ভুক্তভোগী নারী জানান, ৯ মাস আগে মাসুম বিল্লাহর সঙ্গে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। এরপর তারা একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। সম্প্রতি বিয়ের কথা উঠলে মাসুম বিল্লাহ বিয়ের বিষয়টি এড়িয়ে যান এবং নানা অজুহাতে সময় কাটাতে থাকেন।
নারী বলেন, ‘যতক্ষণ পর্যন্ত মাসুম বিল্লাহ ও তার পরিবার আমাকে বিয়ের আশ্বাস না দেবে, ততক্ষণ পর্যন্ত আমি এখানেই থাকব। আমার জীবন থাকতে এখান থেকে সরে যাব না।’
এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন জানান, তিনি রাতেই এই বিষয়টি জানেন এবং দুপক্ষের মধ্যে সমাধান করার চেষ্টা চলছে।
Post Comment