Loading Now

বরগুনায় সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

 

বরগুনা প্রতিনিধি ।।

বরগুনার বেতাগী থেকে জাহাঙ্গীর খান (৪৫) নামে দুই বছর সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলা বিবিচিনি ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর খান বেতাগীর বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠী গ্রামের মরহুম মো: মুজ্জাফর খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনিরের নির্দেশে বেতাগী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শহীদুল ইসলাম ও তার টিম বিবিচিনি ইউনিয়ন থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো: জাহাঙ্গীর খানকে গ্রেফতার করা হয়।

সূত্রে আরো জানা গেছে, জাহাঙ্গীর খান দেশান্তরকাঠী গ্রামের ঘরপোড়া অভিযুক্ত ১ নাম্বার আসামি। বরগুনা আদালত তাকে দুই বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা আদায় তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। আদালতের রায়ের পর আসামি ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে পলাতক থাকেন।

বেতাগী থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, আসামি বেশ কিছু দিন গা ঢাকা দিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিবিচিনি ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে এবং আজ দুপুরে বরগুনা জেলহাজতে পাঠানো হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED