Loading Now

বরাদ্দ বাড়ছে সরকারি গাড়িচালকদের

 

অনলাইন ডেক্স ।।

সরকারি গাড়িচালক ও কারিগরি কর্মচারীদের দাপ্তরিক সাজ-পোশাক খাতে বরাদ্দ বাড়িয়েছে সরকার। এ খাতে ২ বছরে আরও ৯ হাজার ৫৫০ টাকা পাবেন তারা।

সরকারি গাড়িচালক ও কারিগরি কর্মচারীদের দাপ্তরিক সাজ-পোশাকের মূল্য পুনর্নির্ধারণ করে (১৩ জানুয়ারি) পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আগে একজন পুরুষ গাড়িচালক শীত ও গ্রীষ্মকালীন মিলিয়ে দুই বছরের জন্য ১৯ হাজার ৮৫০ টাকার সাজ-পোশাক পেতেন। এখন পাবেন ২৯ হাজার ৪০০ টাকার সাজ-পোশাক। সে হিসেবে ৯ হাজার ৫৫০ টাকার পোশাক বেশি পাবেন।

 

অন্যদিকে একজন নারী গাড়িচালক ১৯ হাজার ১৫০ টাকার পরিবর্তে ২৯ হাজার টাকার সাজ-পোশাক পাবেন। দুই বছরের জন্য তারা এই পোশাক পাবেন। নারী গাড়িচালকেরা ৯ হাজার ৮৫০ টাকার বেশি দামি পোশাক পাবেন।

পরিপত্রে জানানো হয়েছে, একজন পুরুষ গাড়িচালক গ্রীষ্মকালে চকলেট কালারের হাফ সাফারি তিন সেট (প্রতি সেট ৪ হাজার টাকা করে), দুটি ক্যাপ (প্রতিটি ২০০ টাকা), ২ জোড়া কালো জুতা (প্রতি জোড়া ২ হাজার ৫০০ টাকা করে), কালো স্যান্ডেল সু ২ জোড়া (প্রতি জোড়া ২ হাজার টাকা করে), চার জোড়া কালো মোজা (প্রতি জোড়া ২০০ টাকা করে), কালো ছাতা একটি (৫০০ টাকা) এবং নামফলক একটি ২০০ টাকা। শীতকালে চকলেট কালারের এক সেট ফুল সাফারি (প্রতি সেট ৫০০০ টাকা) এবং একটি ভি-গলা ফুল সোয়েটার (প্রতিটি ১ হাজার ৫০০ টাকা) পাবেন পুরুষ গাড়িচালক।

নারী গাড়িচালক গ্রীষ্মকালে চকলেট কালারের হাফ সাফারি/থ্রি পিস তিন সেট, চামড়ার সু ২ জোড়া, চামড়ার স্যান্ডেল দুই জোড়া, মোজা ৪ জোড়া, লেডিস ছাতা একটি এবং একটি নামফলক পাবেন। শীতকালে নারী গাড়িচালক থ্রি পিস ফুল হাতা/ফুল সাফারি এক সেট এবং একটি কার্ডিগান পাবেন।

অন্যদিকে একজন পুরুষ ও নারী কারিগরি কর্মচারী প্রতি দুই বছরের জন্য ৩৬ হাজার ৪০০ টাকা করে সাজ-পোশাক পাবেন। আগে পুরুষরা পেতেন ২৭ হাজার ১৫০ টাকা এবং নারীরা পেতেন ২৫ হাজার ৭৫০ টাকার সাজ-পোশাক।

Post Comment

YOU MAY HAVE MISSED