Loading Now

ববির অভ্যন্তরে বিশৃঙ্খলা-অরাজকতা করলে কঠোর ব্যবস্থা!

 

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অভ্যন্তরে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. এ.টি.এম. রফিকুল ইসলাম এ বিষয়ে নোটিশ জারি করেছেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে- সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও অরাজকতার ঘটনা পরিলক্ষিত হচ্ছে; যা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার অন্তরায়। এমতাবস্থায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করলে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

পাশাপাশি সকল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে সচেতন থাকার নির্দেশ প্রদান করা হয়েছে ওই নোটিশে।

উল্লেখ্য, সম্প্রতি ছাত্র-জনতার অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তী সরকার উৎখাতের লক্ষ্যে ৫ কর্মসূচি ঘোষণা দিয়েছে সন্ত্রাসের দ্বায়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ববি শিক্ষার্থীরা।
বুধবার দিবাগত রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ছাত্রদের আবাসিক হল ও ভোলা রোড প্রদক্ষিণ করে পুনরায় গ্রাউন্ড ফ্লোরে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাকিব আহমেদ বলেন, বাংলার জমিনে ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনের আর কোনো জায়গা হবে না। আবারও যদি আওয়ামী লীগ আর ছাত্রলীগ বাংলার জমিনে সংঘটিত হওয়ার চেষ্টা করে তাহলে আবু সাঈদের এক ফোটা রক্তের বিনিময় হলেও তাদের ফাঁসির মঞ্চে ঝোলানো হবে।

 

বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সদস্য আশিক আহমেদ বলেন, ৫৬ হাজার বর্গমাইলের এই বাংলাদেশে ছাত্রলীগের সন্ত্রাসীদের আর কোনো ঠাই হবে না। এই সন্ত্রাসী সংগঠনকে রুখে দিতে প্রয়োজনে বাংলার ছাত্রসমাজ বারবার ঐক্যবদ্ধ হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED