Loading Now

বরিশালসহ ১১ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি

অনলাইন ডেক্স।।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার সন্ধ্যার মধ্যে দেশের ১১টি জেলায় ঝড়সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ঝড় হতে পারে যশোর, খুলনা, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটে জেলা সমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে আরও বলা হয়েছে, এই এলাকার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা বজ্রবৃষ্টি ও বৃষ্টি সহ হতে পারে।

এই অবস্থায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকার জন্য ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে। নদীবন্দরগুলোকে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে যেন যেকোনো দুর্ঘটনা এড়ানো যায়।

আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক করা হয়েছে, ঝড়ের কারণে যাত্রী ও মৎসজীবীদের নিরাপত্তার প্রতি বিশেষ নজর দিতে হবে। সকলেই সরকারি সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

পরবর্তী আপডেটের জন্য আবহাওয়া অধিদপ্তরের তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED