Loading Now

বরিশালের আপেলসহ দুই পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

 

নিজস্ব প্রতিবেদক ।।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম ও গুমের পর নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় র‍্যাবের সাবেক দুই কর্মকর্তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী এবং বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ২ ডিসেম্বর (সোমবার) হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন, “আমরা আজ ট্রাইব্যুনালে আবেদন করেছি, কারণ এই দুই কর্মকর্তার বিরুদ্ধে গুম ও নির্যাতনের একাধিক অভিযোগ রয়েছে।” তিনি জানান, মহিউদ্দিন ফারুকী এবং আলেপ উদ্দিন বর্তমানে গ্রেফতার হয়ে রাঙ্গামাটি ট্রেনিং সেন্টার ও বরিশাল রেঞ্জে বন্দি রয়েছেন।

প্রসিকিউটর তামিম আরও বলেন, “গুম কমিশন তাদের বিরুদ্ধে তদন্ত করছে এবং প্রাথমিক তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে।” তিনি বলেন, ট্রাইব্যুনালের আইনে গুমের ব্যাখ্যা সম্প্রতি পরিবর্তিত হয়েছে এবং এখন গুমকে একটি অপরাধ হিসেবে সরাসরি চিহ্নিত করা হয়েছে।

তামিম আরও জানান, গুমের অভিযোগে অভিযুক্ত এই দুই সাবেক র‍্যাব কর্মকর্তাকে আগামী ২ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার জন্য ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে।’

Post Comment

YOU MAY HAVE MISSED