Loading Now

বরিশালের চিহ্ন ( মাদকের সম্রাট ) বাবুল ডিবি’র হাতে গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক  ।।

 

বরিশাল নগরীর চিহ্নিত মাদক বিক্রেতা বাবুল তালুকদার ফেনসিডিলসহ গ্রেফতার। ধরাছোঁয়ার বাইরে বিএম স্কুল এলাকার বাসিন্দা ও তার সহযোগীরা।

 

শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে পরিত্যাক্ত গোডাউন ঘর থেকে বাবুলকে গ্রেফতার করে। এ সময়ে অভিযান চালিয়ে তার বাসা ও গোডাউন থেকে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

 

সে সময় ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বাবুলের সহযোগী কাউনিয়ার মজনু, তাকে গ্রেফতার করার জন্য ডিবি পুলিশের তৎপরতা চলমান রয়েছে।

 

অভিযানে থাকা গোয়েন্দা সদস্যরা বলেন নগরীর ২৯ নং ওয়ার্ডের দক্ষিন বাঘিয়া এলাকার বাসিন্দা বাবুল তালুকদার দীর্ঘদিন ঘরে নগরীতে একটি মাদকের সিন্ডিকেট পরিচালনা করে আসছিলো। এর আগেও একাধিক বার পুলিশি অভিযানে গ্রেফতার হলেও জামিনে মুক্ত হয়ে পুনরায় আবার ও মাদক ব্যবসায় জড়িয়ে পরেন বাবুল।

 

মাদকদ্রব্য বিক্রি করে বরিশাল নগরীতে ৫ তলা ফাউন্ডেশন নিয়ে তৈরি করছেন ভবন। শুধু তাই নয়, পুলিশি নজরদারী এড়াতে পরিত্যাক্ত একটি ভবনের মধ্যে বসিয়েছেন অত্যাধুনিক সিসি টিভি ক্যামেরা। যেখানে বসে নিজেই মনিটরিং করেন মূল সড়ক। পুলিশের উপস্থিতি টের পেলেই সিসিটিভি ফুটেজ দেখে পালিয়ে যান তিনি। তবে শেষ রক্ষা হয়নি।

 

এ বিষয়ে অভিযান পরিচালনা করা ডিবির পরিদর্শক মোঃ সগির হোসেনের সাথে কথা বললে তিনি জানান! গ্রেফতার হওয়া বাবুল একজন চিহ্নিত মাদক সম্রাট! তার নামে বরিশালের বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

 

আজ দুপুরে গোপনে সংবাদ পেয়ে তার নিজ বাসার পাশ্ববর্তী একটি মালামালের গোডাউনে ঘুমন্ত অবস্থায় তাকে গ্রেফতার করা হয়! এ সময়ে তার কাছ থেকে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া মজনু ও তার অনন্য সহকারি কে গ্রেফতার করতে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

 

আটককৃত মাদকদ্রব্য ব্যবসায়ী বাবুল তালুকদারের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED