Loading Now

বরিশালের সকল মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি বিলুপ্তি ঘোষনা

 

নিজস্ব প্রতিবেদক ॥

বরিশালের সকল নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিল ঘোষণা করেছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। সেই সাথে নতুন এডহক কমিটি গঠন করে আগামী ৬ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনেরও নির্দেশ প্রদান করা হয়। বুধবার (২০) নভেম্বর বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়-শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে এডহক কমিটি গঠনপূর্বক উক্ত এডহক কমিটি কর্তৃক আগামী ৬ মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠণ করতে হবে। একই সাথে বিজ্ঞপ্তি প্রকাশের পর বিদ্যমান সকল কমিটি বাতিল বলে গণ্য হবে। তবে যে সব প্রতিষ্ঠনের এডহক কমিটি বোর্ডে জমা দেওয়া আছে ওই প্রতিষ্ঠানকে স্ব-স্ব জেলা প্রশাসকের সাথে পরামর্শ করে নতুন করে সভাপতি মনোনয়নের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

প্রসঙ্গত এডহক কমিটি গঠন করতে হবে ৪ সদস্যের। মহানগরীর ক্ষেত্রে বিভাগীয় কমিশনারের সাথে আলোচনা করে শিক্ষানুরাগী ব্যক্তি, সমাজ সেবক, জনপ্রতিনিধি অথবা অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীদের মধ্য থেকে সভাপতি নির্বাচন করা যাবে। এছাড়া একজন শিক্ষক ও অভিভাবক প্রতিনিধি থাকবে কমিটিতে। পদাধিকার বলে প্রতিষ্ঠান প্রধান সদস্য সচিব হিসাবে মনোনিত হবেন।

Post Comment

YOU MAY HAVE MISSED