Loading Now

বরিশালের সাবেক পুলিশ সুপার রাজশাহী থেকে নিখোঁজ

অনলাইন ডেস্ক ।।

বাংলাদেশ পুলিশের একাডেমি সারদা থেকে আত্নগোপনে চলে গেছেন ডিআইজি এহসানুল্লাহ। বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছে বলে বাংলাদেশ পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে।

পুলিশ একাডেমির সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রতিনিধিদল রাজশাহী জেলা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার সকালে সরদা পুলিশ একাডেমিতে কর্মরত ডিআইজি এহসানউল্লাহকে আটক করতে যায়। পুলিশ কর্মকর্তা এহসানউল্লাহ বিষয়টি জানতে পেরে আগেই সেখান থেকে আত্নগোপনে চলে যান।

বরিশালের সাবেক এই পুলিশ সুপার বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমিতে ডিআইজি হিসাবে সাপ্লাই বিভাগের দায়িত্বে ছিলেন।

বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিআইজি এহসানুল্লাহ গত বুধবার থেকে একাডেমিতে অনুপস্থিত রয়েছেন। তিনি ছুটির আবেদন বৃহস্পতিবার ডাকযোগে পাঠিয়েছেন কিন্তু সে আবেদন গৃহীত হয়নি৷ উনার নিখোঁজ হবার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ পুলিশ একাডেমির একাধিক সূত্রে জানা গেছে, ডিআইজি এহসানুল্লাহকে গ্রেফতারের জন্য পুলিশের একটি টিম একাডেমিতে আসছেন এ খবর তিনি আগেই জেনে ফেলেন। তিনি মোটরসাইকেল যোগে একাডেমি ত্যাগ করেন বলেও জানা গেছে।

Post Comment

YOU MAY HAVE MISSED