বরিশালের ৬টি আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ৪৮ প্রার্থী
নিজস্ব প্রতিবেদক ।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬ টি সংসদীয় আসনে বিভিন্ন দলের ৪৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা। এবিষয়ে সন্ধ্যা ৭টায় জেলা রিটার্নিং কর্মকর্তা মো: খায়রুল আলম সুমন সংবাদ সম্মেলন করে জানান, বরিশালের ৬টি সংসদীয় আসন থেকে ৬২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এরমধ্যে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে মোট ৪৮ জন তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরমধ্যে বরিশাল-১ আসন থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৫ জন, বরিশাল-২ আসনে ১১ জন, বরিশাল-৩ আসনে ১০ জন, বরিশাল-৪ আসনে ৬ জন, বরিশাল-৫ (সদর) আসনে ১০ জন ও বরিশাল-৬ আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন বলেন, উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এখনো কেউ অভিযোগ দেয়নি। আমরা সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। সকলের জন্য একটি হটলাইন নম্বর খোলা হবে। বরিশাল-৫ আসন থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুয়াযযম হোসাইন হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম, বাসদ এর মনিষা চক্রবর্তী, জাতীয় পার্টির আক্তার রহমান, এবি পার্টির অ্যাডভোকেট তারিকুল ইসলাম দোলন, বাসদ এর সাইফুর রহমান,স্বতন্ত্র প্রার্থী তোহিদুল ইসলাম, খেলাফত মজলিস এর এ কে এম মাহবুব আলম, স্বতন্ত্র আব্দুল হান্নান সিকদার। এদিকে বরিশাল-১ আসনে স্বতন্ত্র আবদুস সোবাহান, জামায়াত ইসলামীর কামরুল ইসলাম খান, জাতীয় পার্টির সেরনিয়াবাত সেকান্দার আলী, ইসলামী আন্দোলনের মোঃ রাসেল সরদার। বরিশাল-২ আসনে জামায়াত ইসলামীর আবদুল মান্নান, বাসদ এর তরিকুল ইসলাম, গনঅধিকার পরিষদের রনজিত কুমার বাড়ৈ, ইসলামী আন্দোলনের মোঃ নেছার উদ্দিন, সরফুদ্দিন আহমেদ সান্টু, খেলাফত মজলিসের মুন্সী মোস্তাফিজুর রহমান, এনপিপি সাহেব আলী, জাসদের আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির এম.এ জলিল, বাংলাদেশ কনগ্রেসের আবুল হক। বরিশাল-৩ আসনের বিএনপির জয়ুনল আবেদীন, জাতীয় পার্টির ইকবাল হোসেন, ফখরুল ইসলাম, ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম, স্বতন্ত্র আব্দুস সাত্তার খান, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু, জাসদের আজমুল হাসান জিহাদ, গণঅধিকার পরিষদে ইয়ামিন এইচএম ফারদিন, এবি পার্টি মোঃ আসাদুজ্জামান ভুইয়া (ফুয়াদ)। বরিশাল-৪ আসনের বিএনপির রাজীব আহসান, জাসদের আবদুল সালাম খোকন, জামায়াত ইসলামীর মোঃ আবদুল জব্বার, ইসলামী আন্দোলনের সৈয়দ এছাহাক মুহাম্মদ আবুল খায়ের, মুক্তিজোট আব্দুল জলিল। বরিশাল-৬ আসনে জামায়াত ইসলামীর মোঃ মাহমুদুন্নবী, বিএনপির আবুল হোসেন খান, গণ অধিকার পরিষদের মোঃ সালাউদ্দিন মিয়া, ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, মুসলিম লীগ আবদুল কুদ্দুস, স্বতন্ত্র মোঃ কামরুল ইসলাম খান।
এদিকে নির্বাচনবিষয়ক যেকোনো অভিযোগ জানাতে আহ্বান জানান জেলা রিটানিং কর্মকর্তা।



Post Comment