বরিশালে অজ্ঞাত বৃদ্ধ’র লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল নৌ-বন্দর থেকে অজ্ঞাত এক ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার দুপুরে লাশ উদ্ধার করা হয় বলে সদর থানা নৌ-পুলিশের এসআই ওমর ফারুক জানিয়েছে অজ্ঞাত ৭০/৮০ বছরের বয়সী ওই বৃদ্ধ গত ৬/৭ দিন ধরে নৌ-বন্দর এলাকায় অবস্থান করে ভিক্ষা করতো।
বিকেল তিনটার দিকে তার লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারন জানতে লাশের ময়না তদন্ত করা হবে। বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ওই বৃদ্ধ জানিয়েছিলো অন্যদের তার বাড়ি বাগেরহাট।
Post Comment