বরিশালে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক ।।
ঘন কুয়াশার সাথে হাড় কাঁপানো শীতের রাতে হতদরিদ্র ভবঘুরে ২ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন। ২৮ ডিসেম্বর রাত ১১ টার দিকে, জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে দুস্থ আসহায় শীতার্তদের মাঝে বরিশাল অভ্যন্তরীণ নৌ-পরিবহন কতৃপক্ষ বরিশাল (লঞ্চ ঘাট) এলাকায় ২ শতাধিক শীতার্তদের মাঝে জেলা প্রশাসক নিজ হাতে শীতার্তদের গায়ে শীতবস্ত্র কম্বল জরিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বৃন্দ এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বরিশাল। পরে নগরীর বিভিন্ন স্থানে ঘুরেঘুরে ভবঘুরে শীতার্তদের মাঝে শীতবর্ষ কম্বল বিতরণ করা হয়।



Post Comment