Loading Now

বরিশালে আওয়ামী লীগের চার নেতা গ্রেফতার

আগৈলঝাড়া প্রতিনিধি ।।

 

বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চার নেতা-নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন, আওয়ামী লীগের গৌরনদী উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম টিটু, গৌরনদী পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি সোহরাব হোসেন, গৌরনদী উপজেলা মহিলা লীগের সদস্য সালমা আক্তার ছবি এবং আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ শিকদার।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, চাঁদশী এলাকায় বিএনপি নেতা বাচ্চু সরদার ও ফিরোজ হাওলাদারের ওপর হামলার ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে শুক্রবার রাতে তিনজনকে গ্রেফতার করা হয়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, ২০২২ সালের ১৪ নভেম্বর গৈলা বাজারে হামলা চালিয়ে ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলামকে আহত করা হয়। এ ঘটনায় চলতি বছরের ১২ জানুয়ারি মামলা করেন রাতুল। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে শুক্রবার রাতে ফিরোজ সিকদারকে গ্রেফতার করা হয়।

এর আগে ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের সময় উপজেলা যুবদল নেতা কবির হোসেন বাইপাস সড়কে ক্রসফায়ারে ২১ ফেব্রুয়ারি রাতে নিহতর ঘটনায় দায়ের করা মামলায় ২০২৪ সালের ১৭ অক্টোবর ফিরোজ সিকদারকে গ্রেফতার করেছিল পুলিশ।

Post Comment

YOU MAY HAVE MISSED