বরিশালে আদালতের বিচারকের এসি চুরি, ২৪ ঘণ্টার মধ্যে চোর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল আদালতের বিচারকের কক্ষ থেকে চুরি হওয়া এসি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে চোরকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে নগরীর পলাশপুর থেকে চোর মাসুদকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এরআগে সোমবার বরিশাল আদালতের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের কক্ষ থেকে এসি চুরি হয়। ওই দিন চুরির ঘটনায় বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন আদালতের নাজির কামরুল হাসান।
নাজির কামরুল বলেন, রবিবার অফিস শেষ করে যাওয়ার সময়ও এসিটি ওয়ালে লাগানো ছিল। তবে সোমবার এসে দেখতে পাই এসিটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় বাদী হয়ে মামলা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আদালত থেকে এসি চুরি হওয়ার ঘটনায় মামলা করেছেন নাজির কামরুল। মামলার পরপরই অভিযান চালিয়ে চুরি হওয়া এসি উদ্ধার করা হয়েছে। চুরির ঘটনায় জড়িত মাসুদকে নগরীর পলাশপুর থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার হওয়া চোরকে আদালতে সোপর্দ করলে আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেছেন বলেও জানান তিনি।
উল্লেখ্য আদালত কম্পাউন্ড থেকে এসির আউটডোর চুরির ঘটনায় বরিশাল নগরী নিরাপত্তা সংক্রান্ত একটি ভিডিও ডকুমেন্টারি প্রচার করে দখিনের প্রতিবেদন। এরপরই নড়েচড়ে বসে বরিশাল নগর পুলিশের কর্তা ব্যক্তিরা।
Post Comment