Loading Now

বরিশালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক ।।

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য—গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানকে সামনে রেখে বরিশালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভায় প্রশাসন, পুলিশ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সার্কিট হাউস চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশ এবং বেলুন–ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন। পরে সার্কিট হাউসের সামনে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, উন্নত রাষ্ট্র ও সুস্থ সমাজ গঠনের প্রধান অন্তরায় দুর্নীতি। দেশ থেকে দুর্নীতি নির্মূল না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। দুর্নীতি প্রতিরোধে সকল শ্রেণি–পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই বলেও উল্লেখ করেন তারা।

 

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন দুদকের বরিশাল বিভাগীয় পরিচালক মো. মোজহার আলী সরদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম এবং বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। সভায় জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন এবং সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রিন্সিপাল গাজী জাহিদ হোসেনও বক্তব্য রাখেন।

 

সভায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, ​দুর্নীতি একটি সমাজের উন্নয়নের প্রধান অন্তরায়। এর বিরুদ্ধে শুধু প্রশাসন নয়, সমাজের সর্বস্তরের মানুষকে, বিশেষ করে তারুণ্যকে একতাবদ্ধ হতে হবে। আজকের প্রজন্ম যদি সততা ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে, তবেই একটি শুদ্ধ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব। প্রতিটি নাগরিকের উচিত তাদের নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া।

Post Comment

YOU MAY HAVE MISSED