বরিশালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক ।।
অমর একুশের প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রশাসন ও রাজনৈতিক দলসহ সর্বস্তরের জনতা।
১২টা ১ মিনিটে প্রথমে বিভাগীয় কমিশনার রায়হান কায়সার। এরপরই রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোরশেদ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, মুক্তিযোদ্ধা সংসদ, মহানগর ও জেলা বিএনপির নেতা কর্মীরা অমর একুশের গান গেয়ে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর পরেই সকলের জন্য উন্মুক্ত হয় শহীদ মিনার।
পরে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বিভিন্ন দপ্তরের পাশাপাশি ফুল দিতে আসেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনতা।
তবে দীর্ঘ প্রায় দেড়যুগ পর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ভাষা শহীদদের প্রতি।
এদিকে অমর ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল মহানগর বিএনপি। এতে বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীনের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক হালিম মৃধা, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লিটু, মহয়নগর বিএনপির সদস্য সিরাজুল হক মৃধা,নওশাদ আহম্মেদ নান্টু,এ্যাড.সাইদ খোকন,নুরুল ইসলাম পনির, ৮ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক টিপু নেগাবান , সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, ১৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব খালেদুল ইসলাম ইমন, ২৫ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক নুরুজ্জামান দোলন, যুগ্ন আহবায়ক রাজিব মোল্লা,২৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ন আহবায়ক মামুন , বাচ্চু ,সেচ্ছাসেবক দল বরিশাল মহানগর শাখার যুগ্ন আহবায়ক রাহাত ফকির,ছাত্রদল নেতা আশিক,বিএম কলেজ ছাত্রদল নেতা রাতুল মল্লিক, হাতেম আলী কলেজ ছাত্রদল নেতা শাওন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা জানাতে এসে বীর মুক্তিযোদ্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়দুল হক চান বলেন, স্বাধীকারের আন্দোলন শুরু হয়েছে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। যার ধারাবাহিক একাত্তরের মুক্তিযুদ্ধ। একই সাথে স্যালুট জানাই জুলাইয়ের গণঅভ্যুত্থানের।
এছাড়া সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ রায়হান কাওছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ মহাপরিদর্শক বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ সোহরাব হোসেন, পুলিশ সুপার বরিশাল মোঃ শরিফ উদ্দিনসহ আরও অনেকে। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। পরে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অনলাইন অতিথির বিন্দুরা। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিকে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ প্রশাসন।
এছাড়া, শহীদ মিনারসহ আশপাশের প্রাঙ্গণ আলপনা এঁকে সাজানো হয়। করা হয় আলোকসজ্জাও।
Post Comment