বরিশালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক ।।
“মানবাধিকার, আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়” এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে সম্মিলিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন পর্ষদ আয়োজনে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সাবেক সভাপতি প্রফেসর শাহ সাজেদা’র সভাপতিত্ত্বে সমাবেশ ও মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীন নারী নেত্রি পুষ্প চক্রবর্তী, উন্নয়ন সংগঠন এস ইউ ভি ও নির্বাহী পরিচালক হাসিনা বেগম নীলা, অধ্যাপক আমিনুর রহমান খোকন, ব্লাস্ট প্রতিনিধি এ্যাড. সাহিদা আক্তার, এ্যাড. সুভাষ দাস, উন্নয়ন সংস্থা আভাস’র প্রতিনিধি কান্তা দে, নাগরিক উদ্যোগ’র প্রতিনিধি সহ প্রমুখ। মানববন্ধন সমাবেশ সঞ্চালনা করেন মানবাধিকার জোট বরিশাল’র সদস্য সচিব শুভংকর চক্রবর্তী।
এ সময় বক্তারা বলেন, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের সকলকে ঘুরে দাড়াতে হবে। অর্থনৈতিক দুর্বলতার কারণে পারিবারিক সহিংসতা বাড়ছে। সবার জন্য মানবাধিকার প্রতিষ্ঠা হোক এই সময়ে আমাদের সকলের প্রত্যয়। সমাবেশে বক্তারা নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
উক্ত সমাবেশ ও মানববন্ধনে সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থা (আইসিডিএ)’র কর্মকর্তা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে সভাপতি উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।



Post Comment