Loading Now

বরিশালে আবাসিক হোটেল পার্ক থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে আবাসিক হোটেলের কক্ষ থেকে এক বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় শহরের ফলপট্টি এলাকার ‘হোটেল পার্ক’ থেকে ওই বৃদ্ধের মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ওই ব্যক্তির নাম আব্দুল হাকিম হাওলাদার (৬০), তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ কাজলাকাঠি দাড়িয়াল ইউনিয়নের আরব আলী হাওলাদার ছেলে। তিনি ওই প্রতিষ্ঠানটিতে গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

প্রতিষ্ঠানটির কর্মচারীরা জানান, ‘ আব্দুল হাকিম ব্যক্তি দীর্ঘ চল্লিশ বছর ধরে হোটেলটিতে কর্মরত ছিলেন। গত কয়েকদিন ধরে তিনি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৯টায় খাবার খেয়ে স্টাফ রুমে ঢুকে আর বের হননি তিনি।’

হোটেলটির মালিক মাহমুদুল হাসান শাওন জানান, রাত ৯টায় খাবার খেয়ে কক্ষে প্রবেশ করার পর আর বের হননি। পরে ডাকাডাকি করে সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। তারা মরদেহ উদ্ধার করে।

কোতয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক সেলিম সাংবাদিকদের জানান, মরদেহ উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।’

Post Comment

YOU MAY HAVE MISSED