Loading Now

বরিশালে আভাসের তিন দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা সর্ম্পন্ন

নিজস্ব প্রতিবেদক ।।

স্বাধীনতা প্রকল্পের আওতায় নাগরিক পরিসর, ভৌত ও ডিজিটাল নিরাপত্তা এবং অপতথ্য মোকাবেলা শীর্ষক (১১-১৩) তিনদিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা সম্পন্ন হয়েছে। আজ ১৩ নভেম্বর বৃহস্পতিবার আভাস প্রশিক্ষন কক্ষে প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠান ও সনদ বিতরন অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষন আয়োজন করে আভাস, বাস্তবায়নে সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আর অর্থায়নে ছিলো ইউরোপীয়ান ইউনিয়ন। তিনদিন ব্যাপি এই প্রশিক্ষনে বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে আলোচনা ও প্রাকটিস সেশন অনুষ্ঠিত হয়। আলোচিত বিষয়গুলো মধ্যে ছিলো মানবাধিকার ও সার্বজনীন মানবাধিকার সনদ, মতপ্রকাশের স্বাধিনতা ও গনতান্ত্রিক নাগরিক পরিসর, জেন্ডার ভিত্তিক সহিংসতা, প্রযুক্তিনিভর সহিংসতা ও অনলাইন হয়রানি,বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার ও আইনি কাঠামো, ডিজিটাল লিটারেসি, ডিজিটাল আচরন, সোশ্যাল মিডিয়া ব্যবহারের সুফল ও কুফল, ফেসবুক নেটওয়াকিং, ভূলতথ্য, বিভ্রান্তিকর তথ্য ও অপতথ্যের প্রভাব, ফ্যাক্টচেকিং, তথ্য যাচাইয়ের কৌশল ও নিরাপদ ও অনলাইন অংশগ্রহন, ডিজিটাল নিরাপত্তা ও সাইবার সুরক্ষা নীতিমালা, সঞ্চালনা দক্ষতা ও নেতৃত্ব বিকাশ। প্রশিক্ষনে বরিশাল বিভাগের ৬ টি জেলা থেকে ৩২জন ইয়োথ প্রতিনিধি অংশগ্রহন করেন।

প্রশিক্ষনে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশন এর মনিটরিং অফিসার ফজিলাতুনেছা, গ্রান্টস অফিসার মো: আবু মুসা, এছাড়া আরো উপস্থিত ছিলেন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রোগ্রাম স্পেশালিস্ট নাসরিন নাহার। প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের হাতে প্রশিক্ষন সনদ ও ব্যাগ প্রদান করা হয়।

Post Comment

YOU MAY HAVE MISSED