বরিশালে আ’লীগের কর্মীকে মারধর করে থানায় সোপর্দ
নিজস্ব প্রতিবেদক::-বরিশালে জনতা গণধোলাই দিয়ে আ”লীগের এক নেতাকে পুলিশে সোপর্দ করেছে।২৬ নভেম্বর রাতে এ ঘটনা ঘটে। সুত্র জানায়,বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে বরিশাল চর-কাউয়া খেয়াঘাট এলাকায় উপস্থিত জনগন মো:হুমায়ুন কবির (৫৪)নামে এক আ’লীগ নেতাকে মারধর করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে থানায় নিয়ে আসে।আটকের বিষয়টি কোতয়ালী থানা পুলিশ নিশ্চিত করেছে।
হুমায়ুন কবির বাখেরগঞ্জ থানার শিয়ালবুনি ২নং ওয়ার্ডের মৃত ইসহাক আলী হাওলাদারের ছেলে।হুমায়ুন কবির ঢাকা পল্লবী ৩নং ওয়ার্ড আ’লীগ নেতা।
৫ আগস্টের পর ছাত্র জনতার অভ্যুত্থানে আ’লীগ সরকারের পতন হলে হুমায়ূন কবির গ্রামের বাড়ি বাখেরগঞ্জ আত্নগোপনে চলে যান।দীর্ঘদিন পলাতক থাকার পর পালিয়ে বাখেরগঞ্জ থেকে লঞ্চ যোগে বরিশাল হয়ে ঢাকা যাবার সময় জনতার রোষানলে পড়তে হয়।সেখানে থাকা জনগণ মারধর করে।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, জনগণ মারধর করে আমাদের কাছে সোপর্দ করেছে।আমারা খোঁজ খবর নিয়ে দেখব কোথায় মামলা আছে তারপর আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।
Post Comment