Loading Now

বরিশালে আ.লীগের ২ কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ মামলার এজাহারভুক্ত আসামি পতিত আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ মে) ভোরে নগরীর রূপাতলী ও জাগুয়া এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন— নগরীর রূপাতলী এলাকার আছমত আলী খান সড়কের বাসিন্দা হাসনাত হাওলাদারের ছেলে আনোয়ার হোসেন (৩৮) ও জাগুয়া এলাকার ওমর আলীর ছেলে মিরাজ হোসেন (৪০)।

ওসি মিজানুর রহমান জানান, আনোয়ার ও মিরাজ গত বছরের ৪ আগস্ট বরিশাল বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ মামলার এজাহারভুক্ত আসামি।

Post Comment

YOU MAY HAVE MISSED