Loading Now

বরিশালে আ.লীগ নেত্রী সুমা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগর গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে নগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাদিক পন্থী মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন সুমাকে।

রবিবার (৯ জানুয়ারি) দুপুরে নগরীর পুলিশ লাইন রোড থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা শাখার ইন্সপেক্টর ছগির হোসেন। তিনি বলেন, সারাদেশে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের নিয়মিত অভিযানে রবিবার দুপুরে বরিশাল মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন সুমাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সাবিনা ইয়াসমিন সুমার বিরুদ্ধে বর্তমান সরকার কে নিয়ে কটুক্তি ও বিভিন্ন সময় ঝটিকা মিছিল করার অভিযোগ রয়েছে। তকে বিএনপির অফিস পোড়ানো মামলায় আদালতে সোপর্দ করলে বিচারক সুমাকে জেল হাজতে প্রেরণ করেন।

উল্লেখ্য, গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সাথে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের পরপরই সারাদেশে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান ডেভিল হান্ট। ওই ঘটনার পর শনিবার থেকে শুরু হয়েছে বরিশাল নগরীতে অভিযান। শনিবার দিবাগত রাতে নগরীতে রাতভর অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, ডেভিল হান্ট অপারেশন এখনও শুরু হয়নি। তবে রবিবার সন্ধায় যৌথ বাহিনীর সাথে সভা শেষে বলা যাবে। তাছাড়া বরিশাল নগরীতে অভিযানিক টিম বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

Post Comment

YOU MAY HAVE MISSED