Loading Now

বরিশালে ইয়াবাসহ নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ।।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২৮ পিস ইয়াবা ও নগদ টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেল সারে ৪ টায় বিবির পুকুর পাড় সংলগ্ন শাহিনের চায়ের দোকান অভিযান চালিয়ে পারভীন বেগম (৪১) নামে ওই নারীকে আটক করা হয়। আটক পারভীন বেগম কাউনিয়া এলাকার হাজেরা খাতুন সড়কের বাসিন্দ ইসমাইল হোসেন মিলটনের স্ত্রী।

রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো: তানভীর হোসেন খান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সারে ৪ টার দিকে বরিশাল বিবির পুকুর পাড় সংলগ্ন শাহিনের চায়ের দোকান অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। এসময় চায়ের দোকানের ভিতর থেকে ২৮ পিস ইয়াবা ও নগদ টাকাসহ পারভীন বেগমকে আটক করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো: তানভীর হোসেন খান দখিনের প্রতিবেদনকে জানান, বরিশাল থেকে মাদক নির্মূলে আমরা সর্বদা প্রস্তুত। এরই ধারাবাহিকতায় বিকেলে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

Post Comment

YOU MAY HAVE MISSED