Loading Now

বরিশালে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক ॥

২৩০ পিস ইয়াবাসহ এস এম ফারুক (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার সকাল সাড়ে ৭টায় নগরীর লঞ্চঘাটের এক নম্বর গেটসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক এস এম ফারুক কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন জাফরগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল মতিনের ছেলে।

পুলিশ জানায়- বুধবার সকাল সাড়ে ৭টায় পুলিশ নগরীর লঞ্চঘাটের এক নম্বর গেটসংলগ্ন এলাকায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক ছগির হোসেনের নেতৃত্বে এসআই মেহেদী হাসান, এএসআই মহসিন সবুজ ও কবির হোসেনের সমন্বয়ে গঠিত একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ফারুককে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ২৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Post Comment

YOU MAY HAVE MISSED