Loading Now

বরিশালে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরীর ১৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মাইনুল ইসলাম রানা ওরফে কইতর রানাকে ১৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে নগরীর বিএম স্কুল সংলগ্ন নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সোমবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুল মজিদ।

তিনি জানান, মাদক বিক্রির খবরে অভিযান চালিয়ে রানাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে।

এসআই আরও জানান, এর আগেও রানা মাদকসহ ৫–৬ বার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রানা বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কের পরিচয় ব্যবহার করে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তারা আরও বলেন, রানা এক যুগের বেশি সময় ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

Post Comment

YOU MAY HAVE MISSED