Loading Now

বরিশালে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদক ।।

আজ ১৭ মার্চ সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে ২০২৫ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার জেলা পর্যায়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল উপমা ফারিসা।

 

এসময় উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের প্রতিনিধিসহ সরকারি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক বৃন্দরা। শুরুতে ২০২৫ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার প্রস্তুতিমূলক সভার উপরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে অংশগ্রহনকারীদের উপস্থিতিতে উন্মুক্ত আলোচনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করা হয়।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ১০ এপ্রিল ২০২৪ থেকে সারাদেশে একযোগে শুরু হবে। বরিশাল জেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্র ৬৭টি, দাখিল পরীক্ষা কেন্দ্র ১৭টি এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা কেন্দ্র ১১টি মোট ৯৫টি পরীক্ষা কেন্দ্র রয়েছে এদের মধ্যে ছাত্র সংখ্যা ১৯১১০ জন, ছাত্রী সংখ্যা ১৬৪৩৫ জন, মোট শিক্ষার্থীর সংখ্যা ৩৫৫৪৫ জন।

Post Comment

YOU MAY HAVE MISSED