বরিশালে এসএসসি পরীক্ষা শুরু
নিজস্ব প্রতিবেদক ।।
আজ থেকে সারাদেশসহ বরিশালেও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। এ পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে অংশ নিয়েছে ৮৪ হাজার ৩০৩ জন পরীক্ষার্থী।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয় কেন্দ্রগুলোতে।
পরীক্ষার্থীরা জানান, পরীক্ষায় ভাল রেজাল্ট করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছেন তারা। প্রতিটি পরীক্ষার প্রশ্নপত্র আশানুরূপ হলে ভালো ফলাফল করবেন বলে জানিয়েছে তারা।
আর অভিভাবকরা জানান, গত কয়েক বছর প্রশ্ন ফাঁসের গুজব থাকলেও এবার কোনো প্রশ্ন ফাঁসের গুজব নেই। এতে অনেকটাই স্বস্তি বিরাজ করছে।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী জানান, এবার এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার মোট এক হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ৮৪ হাজার ৩০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ৩৩৫ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন। আর মোট ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা হবে।
তিনি আরও জানান, পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে খোলা হয়েছে একটি বিশেষ কন্ট্রোল রুম। পাশাপাশি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ১৬ ভিজিলেন্স টিম কাজ করছে মাঠে।
এবারের পরীক্ষায় পূর্ণ নম্বর ও পূর্ণসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালে ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
Post Comment