Loading Now

বরিশালে কবি জীবনানন্দ দাশের জন্মদিনে মেলার উদ্বোধন

 

নিজস্ব প্রতিবেদক ।।

রূপসি বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৬তম জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো তিনদিনের মেলার আয়োজন করেছে উত্তরণ সাংস্কৃতিক সংগঠন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ব্রজমোহন কলেজের মূল ভবনের মাঠে এ মেলার উদ্বোধন করেন ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মো. তাজুল ইসলাম।

জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে এ মেলায় উদ্বোধন কালে প্রফেসর তাজুল ইসলাম বলেন, জীবনানন্দ দাশ এ কলেজের ছাত্র থেকে পরবর্তীতে অধ্যাপনা করেছেন।

তার স্মৃতি এ কলেজের পরতে পরতে জড়িত। মনের টানেই কবি এ বাংলাতেই ফিরতে চেয়েছেন বারবার। তার কবিতায় আমাদের কাছে আজো অমর হয়ে আছেন কবি।

বাংলার খ্যাতমান কবির জন্মদিনে উত্তরণের এ আয়োজনে সাধুবাদ জানান তিনি। কবি জীবনানন্দ দাশের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সোম থেকে বুধবার (১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি) তিনদিন ব্যাপী এ মেলা মূল ভবনের মাঠে চলবে। মেলায় দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্যের পাশাপাশি থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদীপ প্রজ্বলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

জীবনানন্দ মেলা উদ্‌যাপন পর্ষদের সদস্য সচিব জায়েদ ইবনে হারুন সংবাদ সম্মেলনে বলেন, জীবনানন্দের এ কলেজে তার জন্মবার্ষিকী উপলক্ষে চারটি অধিবেশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথমে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED