Loading Now

বরিশালে কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক ।।

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭১ তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বরিশালে বিভিন্ন সংগঠনের উদ্যোগে নেয়া হয়েছে নানা কর্মসূচি।

বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় কবির পৈত্রিক ভিটায় নির্মিত কবি জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগারে স্থাপিত কবির ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কবি প্রেমীরা।

পরে মিলনায়তনে বরিশাল কবিতা পরিষদ ও প্রগতী লেখক সংঘের উদ্যোগে কবি আড্ডা ও সংগীত পরিবেশন করা হয়। আগুনমুখা প্রকাশনীর উদ্যোগে দিনব্যাপী কবি আড্ডা ও ভ্রমণের আয়োজন করা হয়েছে।

পাশাপাশি উত্তরণ, সংস্কৃতি পরিষদসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনভর কর্মসূচি পালন করা হচ্ছে।

আয়োজকরা জানান, কবির চিন্তা চেতনা সকলের মাঝে ছড়িয়ে দিতেই তাদের এই প্রয়াস।

Post Comment

YOU MAY HAVE MISSED