Loading Now

বরিশালে ক্যাথলিক চার্চ পরিদর্শনে ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রান্ডাল বরিশালের গৌরনদীতে ক্যাথলিক চার্চ পরিদর্শন ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

শনিবার (১২ এপ্রিল) সকালে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় অনেকটা নীরবে রাষ্ট্রদূত কেভিন রান্ডাল সফরসঙ্গীদের নিয়ে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন ক্যাথলিক চার্চ পরিদর্শন করেন।

এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান চার্চের ফাদার ফ্রান্সিস লিটন গোমেজ। পরে চার্চের আশ্রম ও সিস্টারদের বাসস্থান পরিদর্শন, ধর্মীয় আলোচনা ও প্রার্থনায় অংশগ্রহণ করেন এ রাষ্ট্রদূত। একইদিন আগৈলঝাড়া উপজেলার ঘোড়ারপাড় ক্যাথলিক চার্চ পরিদর্শন ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে পিএমএস ইউএসএর জাতীয় পরিচালক মনস রজার জোসেফ ল্যান্ডি, নুনসিওর সেক্রেটারি ফাদার বেলিসারিও সিরো মন্টোয়া, ভিয়েতনামের ফাদার ট্রাই ট্যাং ফামসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।

Post Comment

YOU MAY HAVE MISSED