Loading Now

বরিশালে খাজা মইনুদ্দিন মাদরাসার ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

অনলাইন ডেক্স ।।

বরিশালের তিন তলা বিশিষ্ট খাজা মইনুদ্দিন মাদরাসার ছাদ থেকে পড়ে আহত ছাত্র শেখ রাফির (১২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

রোববার (৪ মে) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষ আবদুল হালিম। তবে রাফির স্বজনদের দাবি, ছাদের চারদিকে নিরাপত্তা বেষ্টনি ছিল না। তাই অবহেলার কারণে শিশুর মৃত্যু হয়েছে। এর আগে ১ মে ওই মাদরাসার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন রাফি।

নিহত রাফির মামা মনিরুল ইসলাম বলেন, ১ মে মাদরাসার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয় রাফি। প্রথমে তাকে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাফি মারা যান।

নিহতের পরিবারের দাবি, মাদরাসার ছাদে কোনো প্রকার নিরাপত্তা বেষ্টনি ছিল না। তাছাড়া শিশুরা যাতে অবাদে ছাদে যেতে না পারে তা ঠেকাতেও কোনো তদারকি না থাকায় এ ঘটনা ঘটেছে।

খাজা মইনুদ্দিন মাদরাসার অধ্যক্ষ হালিম হুজুর বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও অত্যন্ত দুঃখজনক। আমরা তাৎক্ষণিকভাবে শিশুটির চিকিৎসা নিশ্চিত করেছি। পরিবারকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছি।

এ বিষয়ে জানতে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকে কল দিলে তিনি তা রিসিভ করেননি।

Post Comment

YOU MAY HAVE MISSED