বরিশালে গুম হওয়া পরিবারের সদস্যদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক ।।
গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে বরিশালে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে শনিবার (৩০ আগস্ট) দুপুরে অধিকারের উদ্যোগে নগরীর বিবির পুকুর পাড়ে এই কর্মসূচি পালন করে তারা।
এ সময় গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান ভুক্তভোগীদের স্বজনরা।
এ সময় বক্তৃতা দেন – ২০১২ সালে গুম হওয়া বরিশাল ছাত্রদলের নেতা ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগমসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, গুম হওয়ার এক যুগ পার হলেও আজ পর্যন্ত তাদের কোনো সন্ধান পায়নি স্বজনরা। তারা বেঁচে আছে, নাকি মারা গেছে তাও জানি না। এদিকে ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা চরম কষ্টে দিন কাটালেও কেউ খবর নিচ্ছে না। তাই দ্রুত সময়ের মধ্যে গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।
Post Comment