বরিশালে গৃহকর্মীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক ।।
আভাসের আয়োজনে অক্সফাম ও ইউরোপিয় ইউনিয়ন এর আর্থিক সহযোগিতায় বরিশাল সিটি কর্পোরেশনের গৃহকর্মীদের চিত্তবিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় ৬নং ওয়ার্ডে এ করিম আইডিয়াল কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্সফাম এর প্রোগ্রাম অফিসার খাদিজা আক্তার অন্তরা। বিশেষ অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন এ করিম আইডিয়াল কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মোঃ ইব্রাহিম মিঞা ও প্রভাষক মনজুরুল হাসান। সভায় স্বাগত বক্তব্য রাখেন আভাসের প্রকল্প ম্যানেজার মিঃ সঞ্জয় বিশ্বাস।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন EWCSA প্রকল্পের সমন্বয়কারী ফারজানা ফেরদৌস। গানের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার কারী লুৎফা বেগম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার কারী যথাক্রমে লাইজু বেগম, রওশনারা বেগম। নাচে প্রথম স্থান অধিকার কারী সোনালী আক্তার এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার কারী যথাক্রমে শান্তা বেগম, মিনারা বেগম।
গৃহকর্মী সুরক্ষা ও কল্যান নীতিমালা ২০১৫ এর ৭.৪ অনুযায়ী গৃহকর্মীদের চিত্তবিনোদন ও বিশ্রাম এর অধিকার রয়েছে। এই অধিকার বাস্তবায়নের লক্ষ্যে আভাস মেধাবী গৃহকর্মীদের নিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে যেখানে তারা তাদের প্রতিভা প্রকাশ এর সুযোগ পায়। উল্লেখ, গত জুন ২০২৪ থেকে বরিশাল সিটির কর্পোরেশনে আভাস গৃহকর্মীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে এই প্রকল্প বাস্তবায়ন করছে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Post Comment