বরিশালে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল নগরীতে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কর্মী পলাশ হাওলাদার ওরফে দা পলাশের বিরুদ্ধে।
শুক্রবার (১৬ মে) ভোর ৫টায় নগরীর পলাশপুরের মোহাম্মদপুরে গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণ চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ। এ ঘটনায় নগর পুলিশের কাউনিয়া থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী।
অভিযোগটি মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত। তার বিরুদ্ধে অন্তত ডজনখানেক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগী গৃহবধূর স্বামী জানায়, প্রতিদিনের মতো ওই রাতে আমার স্ত্রী ঘরে ঘুমাচ্ছিলেন। আমি তাকে ঘরে ঘুমন্ত অবস্থায় রেখে নদীতে মাছ ধরতে যাই। সেই সুযোগে দা পলাশ বাসায় ঢুকে আমার স্ত্রীকে ধর্ষণচেষ্টা চালায়। তখন আমার স্ত্রী ডাক চিৎকার দিলে আত্মীয় স্বজন ছুটে আসে। এসময় দা পলাশ তার স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে ভয় দেখায়। এরপর স্থানীয়রা ও আত্মীয়-স্বজন দরজা ভাঙার চেষ্টা করলে পলাশ পালিয়ে যায়।
এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল নিশাত বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
Post Comment