বরিশালে গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্ট খেলার পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক ।।
সুস্থ দেহ সুস্থ মন, পড়া লেখায় উন্নয়ন এই স্লোগান নিয়ে আজ ১৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪ টায় জেলা প্রশাসন এর সহযোগিতায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস বরিশালের আয়োজনে ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয় মাঠে বরিশাল জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্ট বালক-বালিকা ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ রায়হান কাওছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ মঞ্জুর মোরশেদ আলম, বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার উজিরপুর সার্কেল বরিশাল মোঃ ইকরামুল আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল উপমা ফারিসা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল শেখ মোঃ আখতারুজ্জামানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
শুরুতে অতিথিরা ফাইনাল খেলা উপভোগ করেন পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা।
Post Comment