বরিশালে চাপিলা মাছ জব্দ, ৩ ইজিবাইক চালককে জরিমানা
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালে অভিযান চালিয়ে ৭ ড্রাম চাপিলা মাছসহ ৩ ইজিবাইক চালককে আটক করেছে মৎস্য অধিদপ্তর। এ সময় মাছ বহনকারী ৩ ইজিবাইক চালককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কাশিপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল সদর উপজেলার তালতলী বাজার থেকে ৩ ইজিবাইকে অন্যত্র পাচারের জন্য এ মাছ নিয়ে আসা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ ড্রাম চাপিলা মাছ জব্দ করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাছ বহনকারী ৩ ইজিবাইক চালককে ৪ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করেন।
জব্দ করা মাছ দুপুরে বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে।
অভিযোগ রয়েছে- সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু ব্যাবসায়ীরা জেলেদের দাদন দিয়ে নিজেদের পকেট ভাড়ি করছেন। আর জেলেরা প্রতিনিয়তই এই অবৈধ সুক্ষ্মফাঁসের বেড় ও নেট জাল দিয়ে ইলিশ মাছের পোনা নিধন করছে। ইলিশের এই পোনাকে এলাকার হাটবাজারে ‘চাপিলা মাছ’ বলে বিক্রি হচ্ছে।
অবৈধ সুক্ষ্মফাঁসের বেড় ও নেট জাল দিয়ে জাটকা ও বিভিন্ন প্রজাতির মাছের রেনু শিকার বন্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তারা।
Post Comment