Loading Now

বরিশালে ছাত্রলীগের দুই কর্মীকে ধরে পুলিশে সোপর্দ

 

নিজস্ব প্রতিবেদক ।।

নাশকতার পরিকল্পনার অভিযোগে বরিশালের ব্রজমোহন (বিএম) কলেজের দুই ছাত্রলীগ কর্মীকে পুলিশের কাছে সোপর্দ করেছেন কলেজের শিক্ষার্থীরা।

রোববার (১০ নভেম্বর) দুপুরে কোতোয়ালি মডেল থানায় তাদের হস্তান্তর করা হয়। এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

গ্রেফতার দুই ছাত্রলীগ কর্মী হলেন ব্রজমোহন কলেজের দর্শন বিভাগের মাস্টার্সের ছাত্র রাশেদ খান (২৮) এবং ইংরেজি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র সৌমিক বিন আলী (২৭)। রাশেদ নগরীর ১ নম্বর ওয়ার্ডের সোবাহান মিয়ার পোল এলাকা এবং সৌমিক নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের কাশিপুর বাজার এলাকা থেকে এসেছেন।

ব্রজমোহন কলেজের শিক্ষার্থী সাব্বির হোসেন সোহাগ জানান, রোববার ছাত্রলীগের এই দুই কর্মী কিছু সহযোদ্ধা নিয়ে কলেজ ক্যাম্পাসে এসে নাশকতার পরিকল্পনা করছিল। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর চেষ্টা করছিল।

খবর পেয়ে শিক্ষার্থীরা তাদের ধরে তাদের মোবাইল ফোন পরীক্ষা করেন। মোবাইলে কিছু তথ্য পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হয় যে, তারা একটি রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে যুক্ত এবং নাশকতার জন্য প্রস্তুতি নিচ্ছিল।

ওসি মিজানুর রহমান জানান, পুলিশ এখন তাদের বিরুদ্ধে তদন্ত করছে। তারা যদি কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকে, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED