Loading Now

বরিশালে ছাত্রলীগ কর্মী জিয়া শাকিল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ।।

গত শুক্রবার রাতে আটক হওয়া জেলা ছাত্রলীগ নেতা রাইডার রাব্বি এবং যুবলীগ নেতা সুমন ওরফে কইতর সুমনকে শনিবার বরিশালের আদালতে হাজির করা হলে আদালত প্রাঙ্গণে উত্তেজনার সৃষ্টি হয়। তাদের মুক্তির দাবিতে তাদের অনুসারীরা আদালত এলাকায় জড়ো হয়ে “জয় বাংলা” স্লোগান দিতে থাকেন, ফলে আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খানের অনুসারী একদল নেতাকর্মী রাব্বির পক্ষে সেখানে অবস্থান নেন। অপরদিকে, সুমনের পক্ষে মহানগর ছাত্রলীগের ১০ নম্বর ওয়ার্ডের নেতা রুবেলসহ আরও কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। উভয় পক্ষের স্লোগান ও অবস্থানের কারণে আদালত এলাকায় মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ সময় উত্তেজনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ঘটনাটি নিয়ে শুরু হয় জোর আলোচনা ও সমালোচনা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) দ্রুত অভিযান শুরু করে। আদালত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী ছাত্রলীগ ও যুবলীগ সংশ্লিষ্ট নেতাকর্মীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে শনিবার রাতে কোতোয়ালি থানাধীন সোনালী আইসক্রিম মোড় এলাকা থেকে মোঃ মাসুদ আকনের পুত্র মোঃ শাকিল আকন ওরফে জিয়া শাকিল (২৬) নামে আটক করা হয়।

এবিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “আদালত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে, বাকিদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

 

Post Comment

YOU MAY HAVE MISSED