বরিশালে ছাত্র-শিক্ষক-জনতার সংলাপ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
বরিশালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র-শিক্ষক-জনতার সংলাপ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল চারটায় নগরের কীর্তনখোলা মিলনায়তনে সচেতন শিক্ষার্থীদের ব্যানারে ওই সংলাপের আয়োজন করা হয়।
সংলাপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সাধারণ নাগরিকরা অংশ নিয়ে শিক্ষার সুব্যবস্থায় সৃষ্ট বৈষম্য দূর করার প্রস্তাবনা রাখেন। শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে ৪৪ দফা প্রস্তাবনা তুলে ধরেন শিক্ষার্থীরা। এসব প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন কেন্দ্রীয় সময়ন্বক, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত শিক্ষার্থীসহ অন্যরা।সচেতন শিক্ষার্থী ও আন্দোলনকারী শিক্ষার্থী রাইদুল ইসলাম সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে উপস্থিত ছিলেন, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক আজমল হোসেন, কেন্দ্রীয় সমন্বয়ক ও ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী, উমামা ফাতেমা, ঢাকা আন্দোলনে শহীদ আবদুল্লাহ আল আবীরের বাবা মিজানুর রহমান, শ্রমিকনেতা আলম খানসহ অন্যরা।
সংলাপে কেন্দ্রীয় সমন্বয়ক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে রূপ নেয়। সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের পুনর্বাসনের পরই আমরা মনে করেছি শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজানো দরকার। তাই আমাদের আজকের এই সংলাপ। এর পরে আরও বড় পরিসরে সব বিষয় নিয়ে সংলাপ অনুষ্ঠিত হবে।
Post Comment