Loading Now

ছিনতাই মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

আগৈলঝাড়া প্রতিনিধি ।।

বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রদল নেতার মোটরসাইকেল ভাঙচুর ও ছিনতাই মামলায় যুবলীগ নেতা জাকির খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাকাল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন দুপুরে জাকিরকে বরিশাল আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার যুবলীগ নেতা জাকির খান উপজেলার বাকাল গ্রামের মো. জোনাবালী বেপারীর ছেলে। তিনি বাকাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদকে ২০২২ সালের ১৩ নভেম্বর বিকেলে উপজেলার গৈলা বাজারে বসে যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মারধর করে আহত করে। এ সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেল ভাঙচুর করে ছিনিয়ে নিয়ে যায়।

ওই ঘটনায় রাতুল বাদী হয়ে আগৈলঝাড়া থানায় ২০২৫ সালের ১২ জানুয়ারিতে মামলা করেন। ওই মামলায় জাকির খানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বরিশাল আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।

আগৈরঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম সাংবাদিকদের জানান, ছাত্রনেতার মোটরসাইকেল ভাঙচুর ও ছিনতাই মামলার আসামি বাকাল ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক জাকির খান। তিনি দীর্ঘদিন পলাতক থাকার পর আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED