বরিশালে তরুণদের জন্য নাগরিক অধিকার সচেতনতা সেশন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ।।
সমাজের ভিত্তি সুদৃঢ় করা এবং তরুণ প্রজন্মের মধ্যে নাগরিক অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধি করতে বরিশালের সরকারি ব্রজমোহন কলেজে এক বিশেষ সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে। ‘নাগরিক অধিকার ও বিতর্ক চর্চা’ শীর্ষক এই সেশনটি বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজের কলা ভবনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্পন্ন হয়।
সেশনটির আয়োজন করে লাল সবুজ সোসাইটি, সহযোগিতায় দি এশিয়া ফাউন্ডেশন এবং অর্থায়নে ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (FCDO)। এর মূল লক্ষ্য হলো তরুণদের নাগরিক অধিকার, সামাজিক দায়িত্ব ও নেতৃত্ব বিকাশ সম্পর্কে সচেতন করা।
সেশনে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগীতা সরকার, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ এবং প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম, উপাধ্যক্ষ, সরকারি ব্রজমোহন কলেজ।
এছাড়াও উপস্থিত ছিলেন লাল সবুজ সোসাইটির ফাউন্ডার ও প্রেসিডেন্ট তাহসিন উদ্দিন এবং ব্রজমোহন কলেজ ডিবেট ক্লাবের উপদেষ্টা ও সদস্যবৃন্দ।
উপাধ্যক্ষ প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজের জন্য নাগরিক অধিকার সম্পর্কে সচেতন থাকা অপরিহার্য। মত প্রকাশের স্বাধীনতা, প্রতিবাদের অধিকার এবং নাগরিক অধিকার রক্ষা- এসবই সমাজের ভিত্তি।”
ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট শহিদুল বলেন, “ডিবেট চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্লেষণ ও মতামত প্রকাশের দক্ষতা অর্জন করে। তরুণদের সক্রিয় অংশগ্রহণ সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ খুলে দেয়।”
শিক্ষার্থীরা সেশনে নাগরিক দায়িত্ব, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং বিভিন্ন প্রশ্ন ও মতামত উপস্থাপন করেন। লাল সবুজ সোসাইটির প্রজেক্ট অফিসার মোমেনা সিফা রুমকি জানান, “নিয়মিত এ ধরনের সচেতনতামূলক আয়োজনের মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে দায়িত্বশীল, সচেতন ও নেতৃত্বগুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি।”



Post Comment